৬০ লাখ টাকার সরকারী জায়গা উদ্ধার হাটহাজারীতে

৬০ লাখ টাকার সরকারী জায়গা উদ্ধার হাটহাজারীতে

চট্টগ্রাম : সরকারি খাস খতিয়ানের ২ শতক জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৩ ডিসেম্বর) পৌরসভার ফটিকা এলাকায় অভিযান চালিয়ে এ জায়গা উদ্ধার করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

উপজেলা সূত্রে জানা গেছে, জনৈক ব্যক্তি দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভার ফটিকা মৌজার বি এস ১ নং খতিয়ান ১৩৭১৬ দাগের ২শতক জায়গায় পাকা স্থাপনা (প্রসাবখানা) তৈরী করে ইজারা দিয়ে আসছিলেন। সরকারি জায়গা হলেও ইজারার টাকা সরকার নয় বরং তার পকেটেই যেত। অভিযান চালিয়ে সে জায়গাটি উদ্ধার করে নির্মিত পাকা স্থাপনাটি গুড়িয়ে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে ইউএনও বলেন, আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের সরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে।