১৫ মাসের নিষেধাজ্ঞা শেষ
ফিরছেন টেনিস কন্যা শারাপোভা

দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষ। আজ (২৪ এপ্রিল) আবারও কোর্টে ফিরছেন রুশ টেনিস কন্যা শারাপোভা। নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার শাস্তি পিছনে ফেলে আবার কোর্টে নামছেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী। পাচ্ছেন প্রিয় কোর্ট জার্মানির স্টুটগার্ট ওপেন। প্রতিপক্ষ ইতালির রবার্তা ভিঞ্চি।

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৬-তে কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের সঙ্গে হারের পর ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি’র (ওয়াডা) কাছে ডোপ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেছিলেন পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী। নমুনা বিশ্লেষণ করে সে বছর ২ মার্চ শারাপোভাকে মেলডোনিয়াম সেবনের দায়ে অভিযুক্ত করে ওয়াডা। পরে নিজে সংবাদ সম্মেলন ডেকে সবাইকে বিষয়টি জানান।

এরপর প্রাথমিকভাবে দুই বছরের নিষেধাজ্ঞা পান রাশিয়ান টেনিস তারকা। গত বছরের অক্টোবরে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে আপিলের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা নয় মাস কমানো হয়।

আজ (২৪ এপ্রিল) যখন কোর্টে ফিরছেন তখন টেনিসে বদলে গেছে অনেক কিছু। আরেকবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেরেনা উইলিয়ামস নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, গার্বিন মুগুরুজা তখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ছিলেন না, শারাপোভার কঠোর সমালোচক অ্যাঞ্জেলিক কারবার তার অনুপস্থিতিতে জিতেছেন দুইটি বড় শিরোপা। যখন টেনিস থেকে বাইরে চলে গিয়েছিলেন, তখনই ফর্ম কিছুটা পড়তির দিকে ছিল শারাপোভার। বয়সও হয়ে গেছে ৩০। রুশ কন্যা কি পারবেন আবার আগের মতো টেনিস মাতাতে?

শারাপোভা আশাবাদী। কয়েকদিন আগে ফ্রান্সের দ্য প্যারিসিয়ান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, ‘এখন একমাত্র লক্ষ্য হচ্ছে আবার চ্যাম্পিয়ন হওয়া। জানি দীর্ঘ বিরতির পর এটা কঠিন হবে।’

গত জানুয়ারিতে স্টুটগার্ট ওপেন খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন শারাপোভা। এই ওয়াইল্ড কার্ড দেওয়া নিয়েই তার সমালোচনায় মেতে উঠেছিলেন অ্যান্ডি মারে-কারবাররা। তাদের মতে, আইনিভাবে বৈধ হলেও শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেওয়া ঠিক হচ্ছে না। শারাপোভা বলেছিলেন, ‘আমি আমার শাস্তি ভোগ করছি। তাই সমালোচনা কেন? আমাকে আরো বেশি শাস্তি দেওয়ার কি কোনো কারণ আছে? আমি এমনটি মনে করি না। যখন আমার বিরুদ্ধে অভিযোগ ও শাস্তির সামগ্রিক বিষয় কিছুটা অজানা ছিল, তখন সবার আমাকে বিচার করে মতামত দেওয়ার অধিকার ছিল। কিন্তু নিরপেক্ষ কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট এর মাধ্যমে আমার বৈচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। এখনো সমালোচনা কেন? আমি বলব-আপনারা থামুন। যদি খেলোয়াড়রা আমার সমালোচনায় মেতে থাকেন, আমি বলব-এটা ঠিক নয়।’ কোর্টেও মারেদের একটি জবাব নিশ্চয়ই দিতে চাইবেন রুশ কন্যা। জার্মানির এই আসরে শারাপোভার সুখস্মৃতিও দীর্ঘ। স্টুটগার্ট ওপেনে ২০১২-১৪ টানা তিনবার শিরোপা জিতেছিলেন তিনি। টেনিস.কম।

শেয়ার করুন