দলকে সুসংগঠিত করতে তৃণমূলের গুরুত্ব সবচেয়ে বেশি

নব গঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

চট্টগ্রাম (মিরসরাই) : উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায় সভাপতি ফরিদ আহাম্মদ আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি কামরুল আহসান হাবীব, যুগ্ম সম্পাদক এরাদুল হক ভুট্টো, সাবেক যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চক্রবর্তী, সদস্য সাইফুল ইসলাম খোকা, সঞ্জয় চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম ইমন।

আরো পড়ুন : চলেই গেলেন অভিনয় শিল্পী কাদের
আরো পড়ুন : করোনায় কেড়ে নিল আরো এক পুলিশ সদস্যের প্রাণ

এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. জসিম উদ্দিন বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমূলের গুরুত্ব অনেক। তৃণমূলের নেতারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দল নির্বাচনে কখনো হারবে না। আগামীতে সকল নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেলের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।