সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন: মেয়র বদিউল আলম

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম

চট্টগ্রাম : সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নৌকা প্রতীকে ১০ হাজার ৮২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট।

পাশাপাশি স্বতন্ত্রপ্রার্থী সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম মোবাইল প্রতীকে ভোট পেয়েছেন ২৮৭।

সোমবার (২৮ ডিসেম্বর) সীতাকুন্ড উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান সীতাকুন্ড পৌরসভা নির্বাচন -২০২০ বেসররকারি ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্র থেকে এ ঘোষণা করেন।

কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন ১ নং ওয়ার্ডের আনোয়ার ভুঁইয়া (নুনাছড়া), ২ নং ওয়ার্ডের বদিউল আলম জসিম (এয়াকুব নগর), ৩ নং ওয়ার্ডের শামসুল আজাদ (বিএনপি, শেখপাড়া-ছোবহানবাগ), ৪ নং ওয়ার্ডের হারাধন চৌধুরী বাবু (ভোলাগীরী), ৫নং ওয়ার্ডের শফিউল আলম চৌধুরী মুরাদ (চৌধুরী পাড়া), ৬ নং ওয়ার্ডের দিদারুল আলম এপোলো (হাসান গোমস্তা), ৭ নং ওয়ার্ডের ফজলে এলাহী পায়েল (নায়েক শফির ছেলে) আমিরাবাদ, ৮ নং ওয়ার্ডের মফিজুর রহমান (ইদিলপুর) এবং ৯ নং ওয়ার্ডের জুলফিকার আলী শামীম (শিবপুর)।

সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের মধ্যে বিজয় হয়েছেন, আনোয়ারা বেগম, খালেদা আক্তার, কামরুন নাহার।