খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন: ইভিএমে সংশয় বিএনপির

….

খাগড়াছড়ি : আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি প্রার্থী ইব্রাহীম খলিল।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে শহরের মিল্লাত চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে ধানের শীষ প্রার্থী মো. ইব্রাহীম খলিল ভোট গ্রহণে ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, যে ইভিএম এরসাথে সাধারণ মানুষ পরিচিত নয়, তার মাধ্যমে ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। সে সাথে পৌরসভা নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ইভিএমে কারচুপিসহ পেশীশক্তি ব্যবহার হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়াও জনগণের ভোটে নির্বাচিত হলে সমহারে সকল এলাকার উন্নয়ন, অযাচিত পৌর কর পরিহার, মাদকমুক্ত পৌর শহর ও ঠিকাদারী কাজের সমবন্টনসহ নাগরিক সুবিধার যথাযথ ব্যবস্থা করার কথাও জানান তিনি।

এসময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আফসার, সাংগঠনিক সম্পাদক আ: বর রাজা, জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজসহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।