শিক্ষার্থীদের হাতে নতুন বই দিলেন হাটহাজারীর ইউএনও

শিক্ষার্থীদের হাতে নতুন বই দিলেন হাটহাজারীর ইউএনও

চট্টগ্রাম : প্রতিবছর ১ জানুয়ারী নতুন বই বিতরণের সময় শিক্ষার্থীদের হৈচৈয়ে বিদ্যালয়ের চারিদিক উৎসবে ভরে উঠতো। হুমড়ি খেয়ে পড়তো শিক্ষার্থীরা কার আগে কে নতুন বই নিবে। অতিথি কিংবা শিক্ষকরাও আনন্দের সাথে গাঁদাগাদি করে বসা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেন। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নতুন বই নেয়ার আনন্দ থাকলেও কোভিড ১৯ করোনা পরিস্থিতির কারণে ছিলনা তেমন কোন উৎসব।

স্বল্প পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে নতুন বই নিয়ে ঘরে ফিরলেন শিক্ষার্থীরা। হাটহাজারীতেও স্বল্প পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১ জানুয়ারী) সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয় এবং হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন নির্বাহী অফিসার রুহুল আমিন।

অল্প সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন বই প্রদান করা হয়। বাকীদের শিডিউল অনুসারে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান বিতরণ করবে তাও স্বাস্থ্যবিধি মেনে।