বান্দরবানে নিরক্ষরকে অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি

বান্দরবানে নিরক্ষরকে অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি

বান্দরবান : শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, দিন বদলের অঙ্গীকার, থাকবে না দেশে নিরক্ষর” এই শ্লোগানকে ধারণ করে রবিবার (৩ জানুয়ারী) বান্দরবান পৌরসভা সিদ্দিক নগর খাদিজা অহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার ভিডিপি দলনেতা আনোয়ার হোসেন আরিফের উদ্যেগে সাত দিনব্যাপী নিরক্ষর ব্যক্তিদের অক্ষরজ্ঞান প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেদী হাসান (বান্দরবান সরকারি কলেজ বিসিএস (সাধারণ শিক্ষা, প্রভাষক বাংলা বিভাগ), বিশেষ অতিথি ছিলেন উম্মে হুজাইফা মিফতাহ প্রধান শিক্ষক (বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ বান্দরবান)। সভাপতি ছিলেন আনোয়ার হোসেন (আরিফ) দলনেতা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ও প্রশিক্ষণ গ্রহণকারীসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবগর্রা উপস্থিত ছিলেন।

এসময় দলনেতা আনোয়ার হোসেন (আরিফ) বলেন, নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে ৪০জন নিরক্ষর ব্যক্তিদেরকে নিয়ে অক্ষরজ্ঞান কর্মসূচিসহ করোনা প্রতিরোধ করার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে ১ম স্থান, ২য় স্থান এবং ৩য় স্থানসহ প্রশিক্ষণ গ্রহণকারী ৪০ জনকে শুভেচ্ছা উপহার প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।