ডিম থেকে রেণু ফোটানোর উৎসব হালদার পাড়ে

সংগ্রহ করা ডিম থেকে সনাতন ও কৃত্রিম পদ্ধতিতে প্রথমে রেণু ও পরে পোনা্য় রুপান্তর করছে ডিম সংগ্রহকারীরা

এশিয়ার বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী সংগ্রহীত মা মাছের ডিম গত শুক্রবার সংগৃহীত মা-মাছের ডিম গুলো সনাতন পদ্ধতিতে কুয়ার পানি পরির্বতন করার মধ্যেমে ইতিমধ্যে পোনায় রুপান্তর হয়েছে। এই পোনার বর্তমানে চোখ ফুটেছে ও পোনার রক্ত চলাচলও শুরু হয়েছে বলে মৎস্য কর্মকর্তারাসহ ডিম সংগ্রহকারীরা জানিয়েছেন। আগামী বুধবার বা বৃহস্পতিবার হালদার মা মাছের পোনা বেচাকেনা শুরু হবে। ইতিমধ্যে পোনা ক্রেতারা দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতাদের কাছে অগ্রিম বুকিং করে রেখেছে। পোনা বেচাকেনার সময় হালদার পাড়ে চাঁদাবাজির আশঙ্কা করছে পোনা বিক্রতারা।

এদিকে শুক্রবার (২১ এপ্রিল) রাতে মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল ও মেঘের গর্জনের পর রাত আনুমানিক ১২টার সময় মিষ্টি পানির রুপসী হালদায় ডিম ছাড়ে মা-মাছ। উপজেলার মদুনাঘাট থেকে সত্তারঘাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে নৌকা, জাল, বালতি ও ডিম ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম ধরতে হালদায় নামে। শুক্রবার বৃষ্টিবাদল মাথায় নিয়ে ডিম সংগ্রহ করার পর রাত দিন নির্ঘুম পরিশ্রম করে হালদার পাড়ে সনাতন পদ্ধতিতে হ্যাচারি ও মাটির কুয়াতে রেণু ফুটানোর কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। ডিম হতে পোনা উৎপাদন করে প্রতি কেজি পোনা এবার পানিসহ আনুমানিক ১লক্ষ টাকা দামে বিক্রি করবে বলে জানিয়েছেন মাদারীপুল এলাকার হ্যাচারির ডিম সংগ্রহকারী লিটন বড়ুয়া। দেশব্যাপি হালদার পোনার বিপুল চাহিদা থাকা সত্ত্বেও হালদা নদী অরক্ষিত থাকার কারণে সরকার একদিকে মৎস্য খাতে কোটি টাকার আয় হতে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, ১৯৯৭ সালে তৎকালিন সরকার হালদা নদীর মদুনাঘাট হালদা নদীর প্রায় ২০ কিলোমিটার হালদা নদী এলাকায় জলরাশিতে মা-মাছের অবাদ বিচরণের জন্য অভয়াশ্রম করার পরিকল্পনা গ্রহণ করার পর প্রাথমিক ভাবে ২৭০ জন ডিম সংগ্রহকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল হালদার তীরবর্তী এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা যায়, ৬০ দশকের হালদার মৎস্য প্রজননের রমরমা অবস্থা ছিল। নদী থেকে আহরিত ডিমের পোনা দেশের চাহিদা মিটিয়ে পার্শবর্তী বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এখন হালদা নদীর বাঁকে বাঁকে রুপালি মা-মাছ গুলো রক্ষা করাসহ তাদের অবাদ বিচরণের জন্য প্রশাসনের পক্ষ হতে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু ক্রমান্নয়ে তা কমে যেতে দেখা গেলেও বিগত ৬/৭ বছর ধরে রাউজান উপজেলার সংসদ সদস্য রাউজানের উন্নয়নের কান্ডরী এবি.এম ফজলে করিম চৌধুরী এম.পি ও পানিসম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পিসহ এই দুজনের অত্যান্ত কড়া নজরদারী থাকায় হালদা নদীর উপর নির্যাতন একে বারে নেই বললেই চলে। হালদা নদীর উপর নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ঘোষনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি ও এবিএম ফজলে করিম চৌধুরী (এম.পি)। এতে করে হালদার উপর নির্যাতন গত ৬/৭ বছর থেকে বন্ধ হয়।

এদিকে আগামীকাল (২৫ এপ্রিল) অমবশ্যার রাত তাই হালদার মা-মাছ আরেক দফা ডিম ছাড়তে পারে বলে জানান ডিম সংগ্রহকারীরা দ্বিতীয় দফা হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ার আশায় ডিম সংগ্রহকারীরা ডিম ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন