১৩০তম বন্দর দিবসে প্রধানমন্ত্রী
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর

‘শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাচীনকাল থেকে চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমি আশা করি, চট্টগ্রাম বন্দরের সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করে যাবেন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এ বন্দর আরো কার্যকর ভ‚মিকা রাখবে।’

আজ ১৩০তম বন্দর দিবস উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। -বাসস

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের প্রধান ও গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। প্রাচীনকাল থেকে শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয়, এ অঞ্চলের সভ্যতার ক্রমবিকাশেও এ বন্দরের বিশেষ প্রভাব রয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের রয়েছে অফুরন্ত সম্ভাবনা। বিশ্বের অন্যান্য আধুনিক বন্দরসমূহের সঙ্গে সংগতি রেখে উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ করে এ বন্দরকে একটি বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দরে উন্নীত করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বয়ংক্রিয় কন্টেইনার অপারেশন নিয়ন্ত্রণ পদ্ধতি সিটিএসএস এবং বন্দরে নিরাপদে জাহাজ যাতায়াত ও বহিঃনোঙ্গর অবস্থানকালীন জাহাজসমূহকে সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আধুনিক ভিটিএমআইএস চালু করা হয়েছে। এ বন্দরের সামগ্রিক কার্যক্রম ডিজিটালাইজড্ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আমাদের বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে এ বন্দরের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশসমূহকে ব্যবহারের সুবিধা প্রদানের জন্য এ বন্দরকে আরো আধুনিক ও আকর্ষণীয় হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো লাভবান হতে পারবে।

শেয়ার করুন