হাটহাজারীতে ১ হাজার ইয়াবাসহ তিন জন আটক

হাটহাজারী উপজেলার রুহুল্লাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তার মধ্যে এক জন মহিলাও আছে। গত (২৪ এপ্রিল) সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের দক্ষিনে রুহুল্লাপুর এলাকার কাদের টেন্ডলের বাড়ির আবু তাহেরের ভাড়া ঘরের ৩য় তলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ (৩৩), মোঃ জাহেদ (৩৪) ও আলো আক্তার (২৫) কে আটক করে, এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ এর ভিতর থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আটককৃত মোঃ ইউসুফ ও মোঃ জাহেদ ফটিকছড়ি থানার দক্ষিণ সাদেক নগর এলাকার হাছী মন্দার বাড়ির ওয়াহেদ আলি বাড়ির যথাক্রমে মৃত ওবায়দুর রহমান এবং হাজী আবুল কালামের পুত্র বলে জানা যায়। আলো আক্তার নামে আটককৃত মহিলা বরিশাল বানাড়ি পাড়ার কচুয়া মল্লিক বাড়ির ছাত্তার মল্লিকের কন্যা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীরের নির্দেশে সেকেন্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এ এস আই ইব্রাহীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

ইয়াবা সহ তিন ব্যাক্তিকে আটকের ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। আসামীদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করি। আটককৃতদের  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

শেয়ার করুন