হাটহাজারীর উত্তর মাদার্শায় খাজনা শতকে ১০ টাকা

হাটহাজারী প্রতিনিধি: অবশেষে সমস্যা সমাধান হল। জয় হল আন্দোলনকারীদের। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে তা নিয়ে জেলা প্রশাসককে অবহিত করলে মাননীয় জেলা প্রশাসক তা গুরুত্বসহকারে বিবেচনা করে উপজেলার উত্তর মাদার্শার ভূমির খাজনা প্রতি শতকে দশ টাকা নেয়ার আদেশ দেন কর্তৃপক্ষকে।

রবিবার (২৩ এপ্রিল) সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এবং ভুক্তভোগী উত্তর মাদার্শার ভূমি নিয়ে সংগঠিত বিরোধ নিয়ে মাননীয় জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিনের সাথে সাক্ষাত করে বিষয়টি অবহিত করলে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে শ্রবন করে এলাকার সাধারন মানুষের কথা ও সার্বিক চিন্তা করে শতকে দশ টাকা নেয়ার নির্দেশ প্রদান করেন সংশ্লিষ্টদের।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জেলার নির্বাহী সদস্য মোঃ মোদাচ্ছের শাহ এবং ভূক্তভোগী জহুরুল আলম চৌধুরী প্রতিবেদককে জানান, সম্প্রতি হাটহাজারী থানাধীন উত্তর মাদার্শার ভূমি অফিসের বিরুদ্ধে অতিরিক্তহারে খাজনা নেয়ার একটি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তি, হাটহাজারী সহকারী কমিশনার ভূমির সাথে এবং রবিবার মাননীয় জেলা প্রশাসকের সাথে বসে আলাপ আলোচনা করার ফলে ডিসি মহোদয় সব শুনে শতকে পূর্বে নির্ধারিত দশ টাকা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আদেশ দেন। আমাদের সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ হতে ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় জেলার সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী, উপজেলার সভাপতি এরশাদ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জামসেদ প্রমূখ।

উল্লেখ্য উত্তর মাদার্শার ভূমি অফিসের বিষয়টি নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে সম্প্রতি লেখালেখি হলে বিষয়টি ‘টপ অব দি’ হাটহাজারীতে পরিণত হয়েছিল।

শেয়ার করুন