হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ট্রান্সফরমার স্থাপনের দাবি

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল্প ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে হচ্ছে

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। বিকল্প ব্যবস্থায় চলেছে বিদ্যুৎ সরবরাহ। যেকোন সময় বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হওয়ার আশংকা প্রকাশ করা হচ্ছে। তাই চিকিৎসা সেবার মান বজায় রাখতে জরুরী ভিত্তিতে ট্রান্সফরমার সরবরাহের দাবি উঠেছে। বিগত ১০/১২দিন ধরে ট্রান্সফরমারটি বিকল হলেও তা মেরামতের কোন আলামত দেখা যাচ্ছে না কতৃর্পক্ষের।

জানা যায়, হাটাহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫১ শয্যা বিশিষ্ট। আবাসিক রোগী ছাড়াও এ সেবা কেন্দ্রে প্রতিদিন বর্হিবিভাগের ৫ শ থেকে সহস্রাধিক রোগী সেবা গ্রহন করে থাকে। পৌরসভা এলাকায় নাগরিক সুবিধার কারনে অসংখ্য লোক ভাড়া বাসায় বসবাস ছাড়াও রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিপুল সংখ্যক রোগী যোগাযোগ সুবিধার কারণে এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। তাছাড়া পরিবার পরিকল্পনা বিভাগে প্রতিদিন জন্মনিয়ন্ত্রনের জন্য অনেক সচেতন নারী পুরুষ অপারেশন করতে আসে। সিজারিয়ান ডেলিভারিসহ স্বাভাবিক প্রসব এ স্বাস্থ্য কমপ্লেক্সে সহজে করানো যায় বলে নিত্যদিন অনেক মহিলার বাচ্চা এখানে প্রসব করানো হয়। তাই উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সটি গ্রামাঞ্চলের রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র। গত ১৪ এপ্রিল সকালে কমপ্লেক্সের ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে যায়। ট্রান্সফরমার বিকল হওয়ার ফলে সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ ফজলে রাব্বি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ থেকে ধার নিয়ে ভ্রাম্যমান একটি ট্রান্সফরমার দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখে। স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমারটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নীতিগত ভাবে কমপ্লেক্সের নষ্ট ট্রান্সফরমার মেরামত বা প্রতি স্থাপন করতে পারে না। জনস্বার্থে তারা জরুরী ভাবে ভ্রাম্যমান ট্রান্সফরমারটি সেবা কার্যক্রম সচল রাখতে প্রদান  করেন। বিষয়টি স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা সরোজমিনে এসে বিকল ট্রান্সফরমারটি দেখে যায়। এ ট্রান্সফরমারটি মেরামত বা নতুন প্রতি স্থাপন করতে প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। কমপ্লেক্স কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি লিখিত ভাবে মন্ত্রণালয়ে অবহিত করেন। প্রায় ১০/১২ দিন হলেও এব্যাপারে অদ্যাবধি কোন কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি। যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের ধার দেওয়া ভ্রাম্যমান ট্রান্সফরমারটি কোন কারণে জরুরী প্রয়োজনে নিয়ে যায় তাহলে এ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা কার্যক্রম বিঘ্নিত হবে।তাই জরুরীভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সের বিকল ট্রান্সফরমারটি প্রতি স্থাপনের জন্য সচেতন মহল দায়িত্বশীল কর্তৃপক্ষের আশু প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন