ভোট হবে না আলকরণ ওয়ার্ড কাউন্সিলরে

নির্বাচন কমিশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন লগো

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সাধারণ ওয়ার্ডের নির্বাচন স্থগিত হলেও ওই ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন পূর্ব নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : রাতের আঁধারে বিএনপি অফিসে হামলা, গাড়ি ভাংচুর
আরো পড়ুন : শীঘ্রই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থায়ী সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০ এর বিধি ২০ অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে সাধারণ আসনের কাউন্সিলর পদে সকল নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা হরা হয়।

প্রসঙ্গত, ত্যাগী আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিম ক্যান্সারের সাথে লড়ে গত ১৮ জানুয়ারি দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চলতি চসিক নির্বাচনে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

শেয়ার করুন