নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গা ইয়াবা কারবারি বন্দুকযুদ্ধে নিহত

নিহত আব্দুর রহিম

শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরী দু’নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজার দর প্রায় দেড় কোটি টাকা।

নিহত মো. আবদুর রহিম (২৫) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭, এর ওয়াদুল হকের ছেলে। এসময় তার সহযোগিরা পালিয়ে যায।

শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের পিলারের কাছে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

আরো পড়ুন : ঘর পাবে চট্টগ্রামের ৫৩৮ ভূমিহীন-গৃহহীন পরিবার
আরো পড়ুন : ঘন কুয়াশা : শাহজালালের দুই ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে একটি ইয়াবা কারবারির দলকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। তখন টহল দলও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে এক ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় ওই এলাকা থেকে ইয়াবা ও দেশি তৈরি দু’নলা বন্দুক উদ্ধার করে বিজিবি।

প্রাথমিক ভাবে জানান গেছে, বন্দুকযুদ্ধে নিহত মাদক কারবারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭, এর ওয়াদুল হকের ছেলে মো. আব্দুর রহিম (২৫)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।