ফটিকছড়ির ৭০ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ফটিকছড়ির ৭০ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রাম (ফটিকছড়ি) : সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়ির ৭০ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। পেল থাকার ঘর। পাবেন আরো ৬৩০ ভূমিহীন, গৃহহীন পরিবার। পর্যায়ক্রমে এসব ঘর নির্মাণশেষে উপকারভোগীদের মাঝে বিতরণ করবে সরকার।

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফটিকছড়ির জন্য বরাদ্দ ৬শ ঘরের প্রথম পর্যায়ে ৭০টি ঘর ও জায়গার দলিল গৃহহীন-ভূমিহীনদের হাতে তুলে দেন ফটিকছড়ি থেকে নিবার্চিত সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

আরো পড়ুন : বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারেনা : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : ‘স্বপ্নের ঠিকানায়’ খাগড়াছড়ির ২৬৮ গৃহহীন পরিবার

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা জহরুল হক।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল শাহাদাত হোসেন, ফটিকছড়ি সহকারি কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ। মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর সভার মেয়র মোঃ সিরাজ উদ দৌলা, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবুদুল্লাহ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে এম সোলায়মান, ইকবাল হোসেন চৌধুরী, রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, রুস্তম আলী, জানে আলম, হারুন অর রশিদ, ইব্রাহীম তালুকদার, সরওয়ার হোসে স্বপন, এম শাহনেওয়াজ, সোহেব আল সালেহীন, আজম উদ্দিন, সৌরব হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান, আবদুল মন্নান, শাহ আলম সিকদার, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সার্বিক বিষয় তুলে ধরেন ফটিকছড়ি সহকারি কমিশনার (ভূমি) জেসান বিন মাজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রির্সোস সেন্টরের কর্মকর্তা হোসাইন মো. এমরান। পরে অতিথিরা ফটিকছড়িতে প্রথম পযার্য়ে দেওয়া ৭০ জন ভূমিহীন পরিবারকে ঘর ও জায়গার দলিল বুঝিয়ে দেন।