সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম

সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের হালিশহর বড়পুলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বরে প্রতিবাদ সমাবেশ।

চট্টগ্রাম : সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার (২৩ জানুয়ারি) বিকালের দিকে নগরীর হালিশহর বড়পুলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) এর সাথে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম রিপোর্টাস এসোশিয়েসন (সিআরএ) এবং চট্টগ্রাম সাংবাদিক কল্যাণ এসোশিয়েসন নেতৃবৃন্দ।

আরো পড়ুন : এডিআর আইন সংশোধনীসহ বন্দরে ডিজিটাল প্রবেশ ফি পদ্ধতির দাবি
আরো পড়ুন : চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ আমেরিকার চেয়েও ভালো : সিইসি

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএমএসএফ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি কে এম রুবেল, চট্টগ্রাম রিপোর্টাস এসোশিয়েসন সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, হাসান বিশ্বাস, আবদুল কাদের রাজু, মো. রাব্বি, আশরাফ, সাগর মনজুর আহমেদ সোহেল, নাসির উদ্দিন, মোস্তাফিজ, আবুল খায়ের, সাজ্জাদ, শাহনাজ সুলতানা, বিথি আকতার, রুপা আখতার, আছিবুর রহমানসহ তিন সংগঠন এর সাথে যুক্ত সাংবাদিক সহকর্মী।

বক্তারা বলেন, বাংলাদেশের সকল কলম সৈনিকের উপর নির্যাতন বন্ধের দাবি ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবি জানান।

শেয়ার করুন