বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
বান্দরবানে সেনাবাহিনীর ম্যারাথন প্রতিযোগিতা

বান্দরবানে সেনাবাহিনীর ম্যারাথন প্রতিযোগিতা

বান্দরবান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ৬৯পদাতিক ব্রিগেডের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বান্দরবান সেনানিবাসের মাঠ থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৬৯পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক (এনডিসি,এফডবিøউসি,পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তার সাথে সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আখতার উস-সামাদ রাফিসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : চট্টগ্রামে অস্ত্রের কারখানার সন্ধান, সরঞ্জামসহ নারী আটক
আরো পড়ুন : চসিক কাউন্সিলর পদে সাতবার জিতে অনন্য রেকর্ড মিন্টুর

বান্দরবান সেনানিবাস এলাকা থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথন প্রতিযোগিরা, প্রতিযোগিতায় দেড় শতাধিক সেনাসদস্য অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সৈনিক মেহেদী হাসান ২১ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান, সৈনিক কাফিউল দ্বিতীয় ও সৈনিক অনিক হোসেন তৃতীয় স্থান অর্জন করে।