
মিয়ানমারের পরিস্থিতির ওপর তীক্ষ্ম নজর রাখছে বাংলাদেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছি।’
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে বেশ কয়েকটি গণমাধ্যমের সাথে এ কথা জানিয়েছেন।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়েছে। অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বেসামরিক সরকার উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। প্রতিবেশী দেশ মিয়ানমারের সবশেষ এই ঘটনাবলির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন।
আরো পড়ুন : মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে
আরো পড়ুন : চ্যালেঞ্জ মোকাবেলায় মরহুম জননেতারা হবে আমার প্রেরণা : মেয়র রেজাউল
এছাড়াও মিয়ানমারে চলমান পরিস্থিতি বিষয়ে আজ গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ড. মোমেন।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরেক প্রতিবেশী ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাসীন এনএলডির নেত্রী অং সান সু চিসহ তার দলের জ্যেষ্ঠ নেতাদের আজ ভোরে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তারা মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।