আইন-শৃঙ্খলা রক্ষায় বরাদ্দকৃত অর্থ ব্যয় নয়, বিনিয়োগ : প্রধানমন্ত্রী

অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে র‌্যাব। তাই র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় নয়, এটি এক ধরনের বিনিয়োগ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাব ফোর্সেস’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, তখনই দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উন্নয়ন করেছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করি।

র‌্যাবের অভিযানের সাফল্যের চিত্রও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলকে দক্ষতা ও সাহসিকতার সঙ্গে র‌্যাব বিস্ফোরক মুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।’ এছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ, চরমপন্থী দমনসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করেছে। সে জন্য আমি র‌্যাবের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় তিনি, সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান পরিচালনার সময় নিহত র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের আত্মার মাগফেরাত কামনা করে স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া র‌্যাব’র দায়িত্ব পালনকালে নিহত দেশপ্রেমিক সদস্যদের সকলের তিনি রুহের মাগফেরাত কামনা করেন।

র‌্যাবকে আরো শক্তিশালী ও তাদের কার্যক্রম আরো জোরালো করতে বিভিন্ন অবকাঠামো ও কৌশলগত সুবিধা বাড়ানো হচ্ছে এবং ভবিষ্যতে আরো বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। নতুন নতুন ব্যাটালিয়ান উদ্বোধন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘র‌্যাব সদরদপ্তর এবং র‌্যাব ট্রেনিং স্কুলসহ সব ব্যাটালিয়নের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। র‌্যাব সদরদপ্তর, র‌্যাব ১৩ এবং ১৪-সহ সব ব্যাটালিয়নের অবকাঠামো নির্মাণকাজ একনেকের মাধ্যমে অনুমোদন করে দিয়েছি।’ র‌্যাবের প্রযুক্তি ও কৌশলগত সুযোগ-সুবিধা বৃদ্ধির কথাও এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘আমরা যে যেখানে আছি সেখান থেকেই জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে। তা না হলে আমাদের সব অর্জন বিনষ্ট হয়ে যাবে।’ পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়াতে এবং প্রতিকার নয়, প্রতিরোধের দিকেই বেশি নজর দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজির আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

শেয়ার করুন