বিচারকের উপর হামলা
হাজি ইকবালের ছেলের ৫ বছর কারাদণ্ড

ছবি : প্রতীকী

চট্টগ্রাম : বন্দর থানার বিতর্কিত ‌আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের ছেলে আলী আকবরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে এক বিচারকের উপর হামলার ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই রায় ঘোষণা করেন। অপর আসামি আলী হোসেন জিসানকে খালাস পেয়েছে।

গত ২১ ডিসেম্বর বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি হাজী ইকবালের ছেলে আলী আকবর ও তার বন্ধু আলী হোসেন জিসান।

আরো পড়ুন : জেনারেল হাসপাতালে রেড ক্রিসেন্টের ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু
আরো পড়ুন : বান্দরবানে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

ওই পথ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিনের গাড়ি চালক তার প্রতিবাদ করলে দুই যুবক চালককে মারধর করলে বিচারক তার প্রতিবাদ করেন। এসময় বিচারককেও দুই যুবক মারধর করে বলে অভিযোগ।

পরে স্থানীয়রা আলী আকবর ও হাসান আলী জিসানকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় বিচারক জহির হোসেনের গাড়িচালক রাজু শেখ বাদি হয়েই আলী আকবর ও আলী হোসেন জিসানের বিরুদ্ধে মামলাটি করে।

এ মামলায় গ্রেপ্তার পরবর্তী আদালতের আদেশে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

মামলায় মাত্র ১২ দিনের মধ্যে দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন পতেঙ্গা মডেল থানার এসআই মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।

রায় ঘোষণার সময় আসামি আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমেদ।

শেয়ার করুন