আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী
গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে সোনাদিয়ায়

চট্টগ্রাম ৫-৭ বৎসরের মধ্যে আঞ্চলিকভাবে ভাইব্রেন্ট হবে : এম. এ. লতিফ এমপি

আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন এমপি, সাংসদ এমএ লতিফ, চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চেম্বার পরিচালকবৃন্দ এবং এ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। ছবি এমএ হান্নান কাজল।

চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু। অথচ কোন প্রতিষ্ঠানের হেড কোয়ার্টার এখানে নেই। চট্টগ্রামকে বলা বাণিজ্যিক রাজধানী। কিন্তু স্বাধীনতার পর থেকে অবহেলিত চট্টগ্রামে অর্থনৈতিক কর্মকান্ড গতি পায়নি। এখন দেশীয় পণ্য, বিশেষ করে কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানী বাড়াতে প্রাকৃতিক সুবিধা কাজে লাগিয়ে সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। দেশীয় পণ্যের প্রসারে বাণিজ্য মেলার জন্য উপযুক্ত জায়গা পাওয়া সাপেক্ষে একটি স্থায়ী ভেন্যু বরাদ্দ প্রয়োজন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পোলোগ্রাউন্ডস্থ মেলা প্রাঙ্গনে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত ২৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ  এম. এ. লতিফ। সভাপতিত্ব করেন  চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালকবৃন্দ, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, ডিপ্লোম্যাটস, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাগণ, সিসিসি কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গণপূর্তমন্ত্রী বলেন, মিরসরাইয়ে ৩৫ হাজার একর ভূমির উপর অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের উপর দিয়ে মিরসরাই পর্যন্ত আরেকটি চার লেইন সড়ক নির্মাণ করা হবে। কর্ণফুলী টানেল নির্মাণের মধ্য দিয়ে ওয়ান সিটি টু টাউন’র আইডিয়া বাস্তবায়ন করা হবে। মহেশখালী থেকে ৩০ ইঞ্চি এলএনজি পাইপ লাইন নির্মাণ শেষ পর্যায়ে এবং আরেকটি ৪২ ইঞ্চি পাইপ লাইন নির্মাণ করা হবে যা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যুক্ত হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের অর্থনৈতিক শক্তি ফিরে আসবে।

কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার জন্য প্রতিবেশী দেশ ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ বলেন, ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। পাশাপাশি থেগামুখ, পরশুরাম, রামগড় ইত্যাদি স্থল বন্দরের  অবকাঠামো উন্নয়নও জরুরী।

তিনি আরো  বলেন-বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে পতেঙ্গা, কর্ণফুলী, লালদিয়া টার্মিনালের কাজ দ্রুত গতিতে ত্বরান্বিত করতে হবে। মহেশখালিতে দু’টি এলএনজি টার্মিনাল নির্মাণ এবং মিরসরাই ও আনোয়ারা ইকোনমিক জোনে জাপান, চীন, ভারতসহ আগ্রহী দেশসমূহের বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন তথা সুখী, সমৃদ্ধশালী দেশে উন্নীত হবে বাংলাদেশ এবং আগামী ৫-৭ বৎসরের মধ্যে চট্টগ্রাম অর্থনৈতিকভাবে ভাইব্রেন্ট হবে।

এসএমই সেক্টরের পণ্যের প্রসার ও বাজারজাতকরণের লক্ষ্যে বাণিজ্য মেলা আয়োজনের জন্য একটি স্থায়ী ভেন্যুর বরাদ্দের জোর দাবী জানিয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের লক্ষ্যে বারিক বিল্ডিং থেকে বিমান বন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ অথবা প্যারালাল রোড নির্মাণ,  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ, চট্টগ্রামের ডিটেইলড এরিয়া প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা এবং যানজট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বে-টার্মিনাল জরুরী ভিত্তিতে বাস্তবায়ন এখন সময়ে দাবী। পাশাপাশি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়ের অধিকতর ক্ষমতায়নসহ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের দাবী জানান চেম্বার সভাপতি।

সুষ্ঠুভাবে সিআইটিএফ-২০১৭ সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য অংশগ্রহণকারী সকল দেশী-বিদেশী প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, র‌্যাব, মেট্রোপলিটন পুলিশ, নগর বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ১ মে সোমবার পর্যন্ত মেলা চলবে।

অনুষ্ঠানশেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যরকম বিজ্ঞান বক্স, বিশ্ব সাহিত্য কেন্দ্র, স্টেপ, এপেক্স হুসাইন লিঃ, দিল­ী এ্যালুমিনিয়াম ফ্যাক্টরী লিঃ, সানোয়ারা ড্রিংকস এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ, বিএসএম লেড, ইউনিলিভার বাংলাদেশ লিঃ, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিঃ, হাতিল কমপ্লেক্স লিঃ এবং পার্টনার কান্ট্রি থাই প্যাভিলিয়নকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শেয়ার করুন