হাটহাজারীতে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দের পর ধ্বংস

হাটহাজারীতে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ ও ধ্বংস

চট্টগ্রাম : বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন হাটহাজারী উপজেলা প্রশাসনের ইউএনও রুহুল আমিন।

অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম জব্দ করে ধ্বংস করেছেন তিনি।

আরো পড়ুন : ইউপি চেয়ারম্যানের শোকজের জবাবে সন্তুষ্ট নয় উপজেলা প্রশাসন
আরো পড়ুন : অগ্নিকান্ডে চট্টগ্রাম বিআরটিএ’র মূল্যবান দলিল পুড়ে ছাই

জানা গেছে, হালদা নদীর উত্তরে মাদার্শা ইউনিয়নে কুমারখালী ঘাট (মহাজনের টেক) এলাকার হালদা নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১৫ টা নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে নদীর পাড়েই পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে ইউএনও জানান নদী থেকে বালু জব্দ করা সম্ভব হয়নি। অভিযানে ইউনিয়ন পরিষদ, আইডিএফ সদস্যবৃন্দ সহায়তা করেন।