আহরণ ও বিক্রি নিষিদ্ধ
সীতাকুণ্ডে ২০ লাখ চিংড়ি পোনা জব্দ, জরিমানা আদায়

ফাইল ছবি

চট্টগ্রাম : সীতাকুণ্ডের বড় দারোগা হাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২৫ ড্রামভর্তি ২০ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। অবৈধভাবে চিংড়ি পোনা পাচার করার অপরাধে বাসের সুপার ভাইজার ও ড্রাইভারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। পরে জব্দ করা চিংড়ি পোনা বড় কুমিরা ঘাটে নিয়ে সমুদ্রে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৯টায় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম এসব চিংড়ি পোনা জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, অবাধে নদী থেকে গলদা রেনু ও বাগদা পোনা শিকার করায় সামুদ্রিক সম্পদ ও জীব বৈচিত্র মারাত্নক হুমকির মুখে পড়েছে। এসব পোনা ধরতে গিয়ে অন্য প্রজাতির কোটি কোটি রেনু পোনা, ডিম ও খাদ্য কনা ধ্বংস হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত ৯ টায় খুলনাগামী এপি লাইন বাসে তল্লাসী চালিয়ে ১২৫ ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ করা হয়। যার মূল্য ৩০ লাখ টাকা।

তিনি বলেন, মৎস্য আইন অনুযায়ী চিংড়ি পোনা আহরণ এবং বিক্রি নিষিদ্ধ হওয়ায় এসব পোনা আটক করা হয়।

শেয়ার করুন