পার্বত্যাঞ্চলের নাগরিকগণ আইনি সহায়তা পাবে সরকারী খরচে: রত্নেশ্বর ভট্টাচার্য্য

লিগ্যাল এইড আইন অনুযায়ী তিন পার্বত্য জেলায় সরকারী খরচে আইনগত সহায়তা পাবার ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কোন সীমা রাখা হয়নি। অনগ্রসর এলাকা বিবেচনায় আইন অনুযায়ী পার্বত্য জেলাগুলোর সকল নাগরিক সরকারী খরচে আইনগত সহায়তা পাবার অধিকারী। শুধু খাগড়াছড়ি জেলায় গত ১ বছরে ১৩৭ টিসহ বিগত সময়ে ৬৩১টি মামলায় সরকারী খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য্য।

এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের জনগণের প্রাপ্য সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে অনগ্রসর জাতিগোষ্টিকে মূল শ্রোতধারায় আনার লক্ষ্যে সরকার সকল ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এসবের বাস্তবায়নও করছে। তিনি লিগ্যাল এইড কার্যক্রম প্রত্যন্ত প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান খান, যুগ্ম জেলা জজ মোঃ খোরশেদুল ইসলাম শিকদার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমান, সহকারী পুলিশ সুপার আবদুল কাদের, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা, পিপি এডভোকেট বিধান কানুনগো, জাতীয় মানবাধিকার কমিশনের জেলা সভাপতি এডভোকেট মহিউদ্দিন কবীর,সহকারি কমিশনার মুহাম্মদ মুনতাসির হাসান জেলা সমাজসেবা কর্মকর্তা ও ডা. রাজেন্দ্র ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় আইনগত দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। এতে শতাধিক নারী, পুরুষ ও সুবিধাভোগী লোকজন র‌্যালীতে অংশ গ্রহন করেন।

পরে, সেরা আইনজীবী হিসেবে এডভোকেট অনুপম চাকমাকে লিগ্যাল এইড এর সম্মাননা স্মারক তুলে দেন জেলা ও দায়রা জজ রতেœশ্বর ভট্টাচায্য।

 

শেয়ার করুন