ইমাম শেরে বাংলার বার্ষিক ওরশ

হাটহাজারী : মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, গাউছে জমান, খাজায়ে বাঙ্গাল আশেকে রসুল (দঃ), হাযত রওয়া মুশকিল কোশা হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহছুফি ছৈয়দ মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী প্রকাশ শেরে বাংলা (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারী) হাটহাজারী দরবার শরীফ গাউছিয়া আজিজিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সভায় দরবারের ভক্তবৃন্দসহ দেশের সর্বোস্তরের সুন্নি জনতাকে দাওয়াত দিয়েছেন দরবারের সাজ্জাদানশীন ও সাহেবজাদাবৃন্দ।

এ সময় শাহজাদা ছৈয়দ মুহাম্মদ এনামুল হক আলকাদেরী বলেন, শেরে বাংলার রক্তের বিনিময়ে আজ সুন্নিয়ত প্রতিষ্ঠিত। শেরে বাংলা না হলে আজ নবী তথা ইসলামের দুশমনরা রাজত্ব করত। মিলাদ ক্বিয়াম উঠে যেত। মাজার জিয়ারত বন্ধ হয়ে যেত। নবীর সুন্নত জানা ও পালন করা অসম্ভব হয়ে যেত। ইমাম শেরে বাংলার বদৌলতে আজ আমরা নবীর উপর দুরুদ পাঠ করছি প্রতিনিয়ত। আল্লাহর ওলিগনের ওরশ ফাতেহা জারি রয়েছে। বিশাল আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন হচ্ছে। তাই সকল সুন্নি জনতার উচিৎ শেরে বাংলার ওরশে শরীক হওয়া। জেয়ারত করা।

তিনি সুখবর দিয়ে আরো বলেন, আগামী রোববার (২৮ ফেব্রুয়ারী) শেরে বাংলার চাহলাম শরীফের দিন মাজারের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন হবে।

সভায় মোনাজাত পরিচালনা করেন শেরে বাংলার ছোট শাহজাদা আল্লামা বদরুল হক আলকাদেরী।

এ সময় শাহজাদা ছৈয়দ একরামুল হক, ছৈয়দ এহছানুল হক, ছৈয়দ নাজমুল হক, মেখল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ জসিম উদ্দিন রকি প্রমূখ উপস্থিত ছিলেন।