অনিকার স্বপ্নের সারথি ইউএনও রুহুল আমিন

অনিকার হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও রুহুল আমিন

হাটহাজারী : ব্যাংকার হওয়ার স্বপ্ন নিয়ে হাটহাজারী সরকারী কলেজে ভর্তি হয়েছিল মেধাবী শিক্ষার্থী অনিকা। কিন্তু পিতার স্বল্প আয়ে এত টাকার বই কিনা সম্ভব হয়নি। ভেস্তে যেতে বসেছিল তার স্বপ্ন। কিন্তু সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনিকার ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। ১ম বর্ষ ও ২য় বর্ষের সব বই কিনে দিলেন তিনি। স্বপ্ন পূরণে ইউএনও’র সহযোগিতা পেয়ে নতুন বই হাতে মহাখুশি অনিকা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে অনিকার হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

অনিকা উপজেলার চিকনদন্ডী চৌধুরীহাট অমূল্য রতন সরকার বাড়ির বিপ্লব চৌধুরীর মেয়ে।

আরো পড়ুন : বন্দরের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে মদ ও বিয়ার উদ্ধার, আটক ২
আরো পড়ুন : স্কাউটিং বিষয়ক প্রথম পিএইচডি লাভ ড. ঈসা মোহাম্মদের

জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা কোন স্বপ্ন নিয়ে প্রচুর লেখাপড়ার ইচ্ছে থাকা স্বত্ত্বেও অভাবের তাড়নায় পারেনা। ভেঙ্গে চুরমার হয় তাদের স্বপ্ন। অনিকা ব্যাংকার হবার স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু একসাথে সব বই কেনার সামর্থ ছিলনা স্বল্প আয়ের পিতার। তাই অনিকার ব্যাংকার হবার স্বপ্নের সারথি হলাম।