লামায় বন্যহাতির আক্রমণে প্রতিবন্ধীর মৃত্যু

ফাইল ছবি

বান্দরবান : লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়ায় বন্যহাতি আক্রমনে মৃত্যু হয়েছে বাক প্রতিবন্ধী রহিমা বেগমের (২০)।

রহিমার পিতা মোঃ ছোলেমান মিয়া জানান, রাত আনুমানিক দেড়টায় বন্যহাতিটি আমতলী মুসলিম পাড়ায় খাবারের জন্য ঢোকে। অন্যরা ঘর থেকে চিৎকারে বের হলেও সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়াতে বের হলেই বন্যহাতি তাকে আক্রমন করে।

এবিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন, ওই ওয়ার্ডটি আমার ইউনিয়নের আওতাধীন। তবে প্রায় সময় ঐ এলাকায় বন্যহাতি আসে। হাতির কারণে ঐ ওয়ার্ডের লোকজন সর্বদা আতঙ্কে থাকে।

আরো পড়ুন : পরীক্ষিত কর্মীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : সাত কলেজের পরীক্ষা চলবে: শিক্ষা মন্ত্রণালয়

আজিজনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো: হারেজ মিয়া বলেন, রাতে হাতিটি এসে ৮/১০ জনের বসতঘর বাড়ি ভেঙ্গে অনেকের ক্ষতি করেছে। শেষে বাকপ্রতিবন্ধি মেয়েটিকে মেরে ফেলেছে। প্রায় সময় এলাকাবাসী আতঙ্কে থাকি বন্যহাতির কারণে।

আজিজনগর পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর আতিকুর রহমান বলেন, রাতে তাকে ফোনে জানানো হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় সকালে গিয়েছি।