২ অথবা ৩ মে অনুমতি চেয়ে আবেদন
১ মে শ্রমিক সমাবেশে পুলিশের অনুমতি পায়নি বিএনপি

ঢাকা : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের পুলিশের অনুমতি পায়নি বিএনপি। তবে ২ অথবা ৩ মে সমাবেশের জন্য পুনরায় অনুমতি চেয়েছে দলটি। জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। তবে এখনও পুলিশের কাছ থেকে এই সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতারা। তবে অনুমতি মেলেনি। এই সমাবেশে খালেদা জিয়ার প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শ্রমিক সমাবেশের এখনও অনুমতি পাওয়া যায়নি। আমরা প্রত্যাশা করি, সরকার শ্রমিক সমাবেশের ব্যাপারে সহযোগিতা করবে। আমরা কোনো প্রকার দ্বন্দ্বে যেতে চাই না। বরং গণতন্ত্রের পথে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। গণতান্ত্রিক পরিবেশ চাই।

শেয়ার করুন