আর্তমানবতার সেবায় এগিয়ে আসবে এ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান : সাংসদ মোসলেম

ওমেগা হেলথ কেয়ার এন্ড ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোসলেম উদ্দিন আহমদ এমপি।

চট্টগ্রাম : বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, আর স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে উল্লেখ করে স্থানীয় সাংসদ মোসলেম উদ্দীন আহমেদ বলেছেন, ওমেগা হেলথ কেয়ার এন্ড ডায়াবেটিক সেন্টার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে উদ্বোধন করতে যাচ্ছে। কিন্তু আমার অনুরোধ থাকবে নিছক শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, আর্ত মানবিক দিক বিবেচনা করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসবে এ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর মোহরা এলাকায় ওমেগা হেলথ কেয়ার এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : স্কুল-কলেজ খুলবে ৩০ মার্চ

বিশেষ অতিথি ছিলেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য নঈম উদ্দিন খান, সমাজসেবক মো. লোকমান, সমাজসেবক শফিউল আলম, চৌধুরী, ডা. লে. কর্নেল (অব.) তপন কান্তি দাশের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক সুজন দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওমেগা হেলথ কেয়ার এন্ড ডায়াবেটিক সেন্টারের চেয়ারম্যান ডা. তীর্থ খাস্তগীর, ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য এস.এম কফিল উদ্দিন, হাজী সাইফুদ্দিন, শামশেদ খোকন, রফিকুল রহমান সৌরভ, মোজাম্মেল হোসেন মানিক, মো. ইনু, বাবুল শীল, পিকলু দেব, হামিদ আলী, রিগ্যান দেব, মো. ওয়াসিম, মো. রফিক, সংকন বৈদ্য, যুবলীগ নেতা ইকবাল হোসেন, নজরুল ইসলাম, মো. আজম খান, নুর মোহম্মদ, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, ফরহাদ খান ইরফান, শাহেদ আমিন।

শেয়ার করুন