রাজশাহী অফিসার্স মেসে এসি সরফরাজের আত্মহত্যা

রাজশাহী : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অফিসার্স মেসে সহকারী কমিশনার (এসি) সাব্বির আহমেদ সরফরাজের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আরএমপি’র শীর্ষ কর্মকর্তারা।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে অফিসার্স মেসে এসি সরফরাজের নিজের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

আরএমপি’র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন-সরফরাজের বাড়ি রাজশাহীতে হলেও তিনি মাঝেমধ্যেই অফিসার্স মেসে তার নিজের কক্ষে এসে ঘুমাতেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাতেও তিনি এই কক্ষে ঘুমান। তবে সকালে দীর্ঘ সময় গড়িয়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় মেসের অন্য কর্মকর্তারা তাকে ডাকাডাকি করে। অনেক্ষণ সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আরএমপি কমিশনার ও উপ-কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়।

তারা ঘটনাস্থলে ছুটে এসে সরফরাজের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার গলার দড়ি কক্ষের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে লাগানো ছিল।

আরএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, আমরা প্রাথমিক আলামত দেখে বুঝতে পারছি, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

সাব্বির আহমেদ সরফরাজ আরএমপি’র রাজপাড়া জোনে দায়িত্ব পালন করছিলেন। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম ওবায়দুল্লাহর ছেলে।

 

শেয়ার করুন