রাঙ্গামাটির বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির অর্থ-সম্পাদকের ওপর হামলা

রাঙ্গামাটি প্রতিনিধি:  রাঙ্গামাটি শহরের ব্যবসায়িদের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বৃহত্তর বনরুপা ব্যবসায়ি কল্যাণ সমিতির নির্বাচিত অর্থ সম্পাদক রণজিত ধর প্রকাশ ওপর হামলায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টায় বনরুপাস্থ সমিতির কার্যালয়ে সমিতির কর্মকর্তারা ঘটনার সূত্রপাত করে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সমিতির সভাপতি ও অর্থ সম্পাদকের মধ্যে সমিতির হিসাব নিকাশ নিয়ে কোন্দল বিরাজ করে আসছিল দীর্ঘদিন ধরে। ঐ কোন্দলের জের ধরে অর্থ সম্পাদক হিসাব সংক্রান্ত ব্যাপারে কয়েক দফা সভাপতি ও  সম্পাদক বরাবরে দরখাস্ত দেয়। কিন্তু এসব বিষয়ে কোন সুরাহা হয়নি বলে জানান অর্থ সম্পাদক রণজিত। এই ব্যাপারে মিটিং আছে বলে গত শুক্রবার সন্ধ্যা রাতে সমিতির সাধারণ সম্পাদক তাপস দাশ জরুরী মিটিং আছে মর্মে রণজিতকে মোবাইল এসএমএস পাঠায়। ওই সময় রণজিত সমিতির অফিসে গেলে সভাপতি আবু সৈয়দ কোতোয়ালি থানার ওসিকে সমিতির অফিসে ডেকে আনে এই সম্পর্কে অবগত করেন। ওসি বলেন সমিতির সমস্যা সমিতিতে বসে সমাধান করার জন্য। ওসি সমিতির অফিস ত্যাগ করার কিছুক্ষণ পরেই আবু সৈয়দসহ কয়েকজন রণজিতকে মারাত্নক ভাবে মারধর করে মাথায় আঘাত করে।

গুরুতর অবস্থায় হাসপাতাল বেডে ভর্তি রণজিত ধর বলেন, আমি কোন অপরাধ করিনি। আমার অপরাধ একটাই, সেটি হলো আমি ৬শ’৩২ জন ব্যবসায়ির হিসাব নিকাশের সত্যতা নিয়ে কেন কথাবার্তা বললাম। বার বার সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি মৌখিক ভাবে আমাকে বলে তাদের কাছে সমিতির যাবতীয় খাতাপত্র এবং হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য। এমন কি জোর পূর্বক সমিতির খাতাপত্র কেড়ে নিতে চায় তারা। লিখিত চিঠি ব্যতীত রেজিষ্টার দেয়া যাবে না। অডিটের কথা বলে হিসাব নিকাশ দেখিয়ে আমি ফটোকপি সরবরাহ করেছি। তারপরও যদি খাতাপত্র দিতে নিতে চায় চিঠি দিতে হবে। আমার হিসাবের সাথে ব্যাংক স্টেইডম্যান ঠিক থাকলে হবে না । গঠনতন্ত্র বর্হিভুত জোরপূর্বক রেজিষ্টার কেড়ে নিতে গিয়ে আমার ওপর হামলা করে। এই অবস্থায় মারধর পর মাথায় প্রচন্ড আঘাত করে।

বর্তমানে আমি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এ ব্যাপারে জানার জন্য বৃহত্তর বনরুপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সৈয়দ ও সাধারণ সম্পাদক তাপস দাশকে মুঠোফোনে কয়েক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা রিসিভ করেনি।

কোতোয়ালী থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশীদ বলেন,গত শুক্রবার রাতে বনরুপা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে অর্থ সম্পাদক রণজিতকে হামলার বিষয়ে আমি কিছু জানি না । আমি সমিতির অফিস থেকে নেমে আসার পর এই হামলা হতে পারে।

 

শেয়ার করুন