টিকা নিলেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম

টিকা নিলেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম : মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২ মার্চ) দুপুর ২টার দিকে চসিক জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শনের পর তিনি এ করোনা প্রতিষেধক টিকা নেন তিনি।

আরো পড়ুন : আধিপত্য দ্বন্দ্বে চমেক ছাত্রলীগের দুই গ্রুপে পাল্টা ধাওয়া, কক্ষ ভাঙচুর
আরো পড়ুন : সীতাকুন্ডে স্বপ্নের বদরখাল সেতু উদ্বোধন করলেন সাংসদ দিদারুল আলম

জেনারেল হাসপাতালে টিকা প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রেজাউল বলেন, ‌‌‌‍‌‌‌‌‌‌শুধু আমি নই, চসিক জেনারেল হাসপাতালে কোভিড টিকা নিয়ে টিকাগ্রহীতারাও প্রশংসা করেছেন। টিকাদান প্রক্রিয়ায় চলমান পদ্ধতির সুনাম হচ্ছে। সুনাম হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের। আমি জানি আমাদের স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা ভালো কাজ করছি। স্বাস্থ্য বিভাগের জন্য যা যা কিছু করা দরকার সেটা আমি করব।

এ সময় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ অনেকেই মেয়রের সাথে ছিলেন।

শেয়ার করুন