বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

রেডক্রিসেন্ট সোসাইটি লোগো

বান্দরবান : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে বান্দরবানের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বান্দরবানের ৩নং ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মোশারেফ হোসেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ কম্বল বিতরণ করেন।

আরো পড়ুন : বোয়ালখালী পৌরসভা নির্বাচন ১১ এপ্রিল
আরো পড়ুন : রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

এসময় বান্দরবান শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কান্তি দাশ, সহ-সভাপতি সুজিত দাশ(নারু), সহ-সভাপতি রাজু দাশ, সহ-সভাপতি তমাল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক ভবতোষ দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ফিল্ড অর্গানাইজার রাহুল বিশ্বাস, মো. মাহাদী হাসান সোহেলসহ বান্দরবান শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মোশারেফ হোসেন জানান, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার জনগণের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে এবং বান্দরবান শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ছাত্র-ছাত্রীদের জন্য ৪০টি কম্বল প্রদান করা হয়েছে।