বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর

ছবি প্রতীকী

চট্টগ্রাম (বোয়ালখালী) : আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পৌরসভার উত্তর গোমদণ্ডী ২নং ওয়ার্ডের হাবিলদার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আমিন জানান, স্থানীয়রা মিলে দীর্ঘক্ষণ আগুণ নেভানোর চেষ্টার করলেও ব্যর্থ হই। পরে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে জানালে ফায়ার সার্ভিস স্টেশন ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন : দেশের ইতিহাসে প্রথম কোন হিজড়া সংবাদ পাঠ করবে টেলিভিশনে
আরো পড়ুন : চট্টগ্রামের কিশোর গ্যাং লিডার ‘ধামা আরিফ’ গ্রেপ্তার

আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।আগুনে আবুল হোসেন, নূর হোসেন ও আবুল কাশেমের বসত ঘর পুড়ে গেছে বলে জানা যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল হোসেন, নূর হোসেন ও আবুল কাশেমের বসত ঘর পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।