জব্বারের বলী খেলা এ বছরও হচ্ছে না

চট্টগ্রাম : ঐতিহ্যবাহি জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা এ বছরও জমছে না। বন্ধ থাকবে সব আয়োজন। করোনাভাইরাস সংক্রমণ রোধে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কিমিটি।

বুধবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী এই তথ্য জানান।

আরো পড়ুন : শিব চতুদর্শী মেলায় ৬ আন্তঃনগর ট্রেন থামবে সীতাকুণ্ড স্টেশনে
আরো পড়ুন : উদ্বোধন হলো বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু

তিনি বলেন, ১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ বৈশাখ দেশের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এবং জনসমাগম ঝুঁকিপূর্ণ থাকায় আগামী ১৪২৮ বাংলা ১২ বৈশাখ মেলা ও খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বছরও এই মেলা ও খেলা স্থগিত করেছিল মেলা কমিটি।

এতে মেলা কমিটির সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলীখেলা ও মেলা কমিটির সহ সভাপতি যথাক্রমে সাবেক কাউন্সিলর এম এ মালেক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এস এম জাফর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন