এমপি লিটন হত্যায় কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কাদের খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জেলা কোর্ট পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন ও সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান উপস্থিতিতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন- মেহেদী হাসান, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম ওরফে রানা, আবদুল হান্নান, প্রধান সহযোগী চন্দন কুমার সরকার, সাবেক সাংসদ কাদের খানের এপিএস শামসুজ্জোহা ও সুবল কসাই।

এদের মধ্যে চন্দন কুমার সরকার ছাড়া সবাই গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।

উল্লেখ, গত বছরের ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে তার সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামের বাড়ির বসার ঘরে ঢুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

পরদিন মনজুরুল ইসলামের বড় বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

গত ২১ ফেব্রুয়ারি আবদুল কাদের খানকে বগুড়া শহরের রহমান নগরের গরিব শাহ ক্লিনিকের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সাংসদ মনজুরুল ইসলামকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আবদুল কাদের খান।

এছাড়া হত্যায় অংশ নেওয়া মেহেদী হাসান, শাহিন মিয়া ও আনোয়ারুল ইসলাম ওরফে রানাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শেয়ার করুন