রবিকে চূড়ান্ত নোটিশ প্রদান

জরিমানার অর্থ পরিশোধ না করায় বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবিকে চূড়ান্ত নোটিশ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। পরবর্তী নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে সমপরিমাণ সম্পত্তি ক্রোক করা হবে।

রোববার (৩০ এপ্রিল) অধিদফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি রবি কর্তৃপক্ষকে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

অধিদফতর সূত্র জানায়, গ্রাহকের পৃথক তিন অভিযোগের ভিত্তিতে রবিকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের জন্য পাঁচ কার্যদিবস সময় চায় রবি। সে হিসেবে চলতি মাসের ২৪ এপ্রিল (সোমবার) ছিল অর্থ পরিশোধের শেষ দিন। ওইদিন তারা জরিমানার অর্থ পরিশোধ করেনি।

শাহীন আরা বলেন, জরিমানার অর্থ পরিশোধ না করায় রবি আইন অমান্য করেছে। একই অভিযোগের ভিত্তিতে রবি ও  গ্রামীণ ফোনকেও জরিমানা করা হয়েছিল। গ্রামীণ ফোন নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করলেও রবি এখনো করে নি।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে তারা জরিমানার অর্থ পরিশোধ না করায় অধিদফতরের পক্ষ থেকে ৭০ (৫) ধারায় রবিবার (৩০ এপ্রিল) ১৫ কার্যদিবস সময় বেঁধে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। এ নির্ধারিত সময়ে জরিমানার অর্থ রবি পরিশোধ না করলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির সমপরিমাণ অর্থের সম্পদ ক্রোক করা হবে।

শেয়ার করুন