যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মোৎসব উদযাপন করছেন স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

চট্টগ্রাম (হাটহাজারী) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। একই সাথে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় শিশু দিবস।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, মডেল থানার ওসি রফিকুল ইসলাম প্রমূখ।

আরো পড়ুন : বর্ণিল আয়োজনে সিভাসু’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
আরো পড়ুন : চট্টগ্রামে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে যুবক নিহত

দিবসটি উপলক্ষে কেক কাটাশেষে নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি শরীফ উল্লাহর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকদের আসন সংরক্ষিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, জাতীয় দিবস হওয়ায় সাংবাদিকরা নিউজ কাভার করলেও ভবিষ্যতে এমন হলে প্রশাসনের নিউজ করা থেকে বিরত থাকবে স্থানীয় সাংবাদিকবৃন্দ।