ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি, সীতাকুণ্ডে পুলিশের কর্মসূচি

সীতাকুণ্ডে পুলিশের কর্মসূচি

চট্টগ্রাম : মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’- এই স্লোগান সামনে নিয়ে ২১ মার্চ থেকে দেশব্যাপী জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করছে পুলিশ।

এ কর্মসূচির লক্ষ্য হলো- জনগণের মধ্যে মাস্ক পরার জন্য তাদের অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করা। সম্প্রতি করোনার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে এই কর্মসূচি।

তারই অংশ হিসেবে সীতাকুণ্ড মডেল থানা কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় সচেতনতামূলক আলোচনা এবং মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ওসি মো: আবুল কালাম, ওসি তদন্ত সুমন বনিক ও পুলিশের সদস্যবৃন্দ। এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ রাজবারাগে অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।