পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করার আহ্বান আইজিপির

ঢাকা : একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রবিবার (৩০ এপ্রিল) সকালে পুলিশ সদরদফতর সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ-সাংবাদিক পরস্পরের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করে থাকে। জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।  জঙ্গি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আইজিপি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের যথেষ্ট অর্জন রয়েছে। পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে সাংবাদিকরা পুলিশের পাশে ছিলেন। জঙ্গিবিরোধী কার্যক্রমে মিডিয়ার ইতিবাচক সমর্থন ছিল। তিনি দেশের স্বার্থে জনকল্যাণে পুলিশ-সাংবাদিক পারস্পরিক পেশাগত সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

পুলিশ প্রধান বলেন, পুলিশ-মিডিয়া সম্পর্ক শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী স্বীকৃত। অতীতের তুলনায় পুলিশ এখন অনেক বেশি জনবান্ধব, মিডিয়া বান্ধব। সাংবাদিকরা এখন পুলিশের কাছে থেকে তথ্য পেয়ে থাকে।

অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ মহসিন হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্) সহেলী ফেরদৌস। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান, এআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামান এবং ক্র্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন