হাটহাজারীতে ব্যাটারি চালিত অবৈধ রিক্সার ‘লাইসেন্স’ দিচ্ছে সমিতি

হাটহাজারী প্রতিনিধি : আদালতের নির্দেশনা উপেক্ষা করে ‘হাটহাজারী অটোরিক্সা মালিক সমবায় সমিতি’র অবৈধ স্টিকারে চলে ব্যাটারীচালিত রিকশা। আবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এই অবৈধ ব্যাটারী রিকশার লাইন্সেস দিয়ে থাকে ৫শ টাকায়। এ ব্যপারে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সূত্র জানায়, হাটহাজারী পৌর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা। এই রিক্সা গুলো সড়ক-মহাসড়কে চলাচলের ফলে একদিকে সৃষ্টি হচ্ছে যানজট। অন্যদিকে প্রতি মুহুর্তে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। পৌর এলাকার সড়ক গুলো দখল করেছে অবৈধ বিদ্যুৎ খেকো ব্যাটারি চালিত রিক্সা। ব্যাটারি চালিত রিক্সা আদালত অবৈধ ঘোষণা করেছে। আর হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এই রিক্সা গুলোর লাইন্সেস দিয়ে একপ্রকার বৈধতা দিচ্ছে। ইউনিয়ন পরিষদ প্রতি রিক্সার প্রতি লাইন্সেস বাবদ ৫শ টাকা করে নিচ্ছে বলে জানা গেছে।

অবৈধ ব্যটারি চালিত রিক্সার কয়েকজন মালিক মিলে পৌর এলাকায় ‘হাটহাজারী অটোরিক্সা মালিক সমবায় সমিতি’ নামে একটি সংগঠন সৃষ্টি করেছে। এর কার্যক্রম চলছে ২০১৭ সালের ১লা এপ্রিল থেকে। এ সংগঠনের সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে তৈরি করা হয়েছে স্টিকার। রিক্সার পিছনে লাগানোর জন্য স্টিকারও ছাপানো হয়। প্রতিটি স্টিকার বিক্রয় করা হচ্ছে ৩শ টাকায়।

স্টিকারের সুবিধা : সংগঠনের নেতারা বলছেন,  এই সংগঠনের স্টিকার রিক্সার পিছনে লাগানো থাকলে রিক্সা গুলো ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, এমনকি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও কোন বাধা দেওয়া কিংবা রিক্সা আটক করার ক্ষমতা নেই! সচেতন মহল মনে করছে, সংগঠনের স্টিকারের কাছে জিম্মি হয়ে পরেছে সংশ্লিষ্ট প্রশাসন।

হাটহাজারীতে এ নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যপক আলোচনা ও সমালোচনা ঝড় বইতে শুরু করে। এ ধরণের অবৈধ রিক্সা মালিক সমিতি পূর্বে আরো কয়েক ডজন প্রতিষ্ঠিত হয়েছে। এরাও  স্টিকার বিক্রয় করে উদাও হয়ে যায়। এই সমিতির কার্যকরি কমিটির সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কিছু কর্মকর্তার সাথে যোগসাজোসে এই রিক্সা গুলো চলছে বলে মনে করছে সচেতন মহল।

এ ব্যপারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজর দারী প্রয়োজন বলে মনে করেন উপজেলার জনসাধারণ।

শেয়ার করুন