মুক্তিযোদ্ধাদের স্মরণে নামফলক করে রাখবো : এমপি দিদার

বক্তব্য রাখছেন দিদারুল আলম

চট্টগ্রাম : সীতাকুণ্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

প্রধান অতিথি বলেন, তৃণমূলে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে উপজেলা সমন্বয় সভায় তা জরুরি ভিত্তিতে আলোচনা করার আহবান জনাচ্ছি। মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই অসুস্থ। তাদের ঘরে ঘরে গিয়ে সম্মান জানাতে হবে। তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের যত দুঃখ ক্ষোভ আমাকে সরাসরি বলবেন। আসলে মুক্তিযোদ্ধারা হারিয়ে যাবে, তাদের নাম আমাদের ফলক করে রাখতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আপনাদের নাম থাকবে।

সীতাকুণ্ড উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূইয়া ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল আলম দুলাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুচ্ছোফা, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দীন রেহান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুনির শাহ বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা: নুরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।