প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল প্রতিবন্ধী বেনু

প্রতিবন্ধী বেনু

কক্সবাজার : দেশজুড়ে তৈরি ঘর উপহার দিচ্ছেন সরকার। এসব ঘর পেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন গৃহহীন মানুষ। ‘আশ্রয়নের অধিকার, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’। যার জমি নাই, ঘর নাই প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্ররা পাচ্ছেন ঘর।

শনিবার (২৭ মার্চ) কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা গ্রামে ‘যার জমি নাই, ঘর নাই’ প্রকল্পের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করতে যান জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ।

এসময় তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারিকুলের এক বৃদ্ধ পঙ্গু নারী বেনু বড়ুয়াকে একটি ঘর তুলে দেন।

উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমা, সহকারি কমিশনার (ভুমি) সরওয়ার উদ্দিন, প্রকল্প কর্মকর্তা ফরহাদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কাউয়ারখোপ ইউপি সচিব দোলন পালসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ২ শতক জমির উপর একটি পাকা ঘর প্রতিবন্ধী নারী বেনু বড়ুয়াকে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে রামু উপজেলা নির্বাহি অফিসার প্রনয় চাকমা নিজ কার্যালয়ে তার কাছে ঘরের প্রতীকী দলিল হস্তান্তর করেন।

প্রতিবন্ধী নারী বেনু বড়ুয়া জানান, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিবশতবর্ষের উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত। চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী, সাংসদ সাইমুম সরওয়ার কমল, রামু ইউএনও ও কাউয়ারখোপ চেয়ারম্যানসহ সকলের কাছে।

জেলা প্রশাসক মামুনুর রশিদ জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘যার জমি নাই, ঘর নাই’ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার সকল উপজেলায় একযোগে বাড়ি নির্মাণের কাজ চলছে। আমাদের প্রথম ধাপের কার্য শেষ এবং দ্বিতীয় ধাপের জন্য চিঠি পেয়েছি। খুব শীঘ্রই সার্ভে করে তালিকা মন্ত্রাণালয়ে প্রেরণ করা হবে।