খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের শ্রম দিবস পালন
পাহাড়ে ক্ষুদ্র ঋণের নামে শোষণ বন্ধের দাবী

খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের শ্রম দিবস পালন

খাগড়াছড়ি : জেলা সদরের স্বনির্ভর বাজারে ইউপিডিএফ কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, আত্মরক্ষা নারী কমিটি নামের আঞ্চলিক ৫ নারী সংগঠনের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়।

সোমবার (১ মে) বিকালে আয়োজিত সমাবেশে সংগঠনের নারী নেত্রীরা পাহাড়ে ক্ষুদ্র ঋণের নামে অমানবিক শোষণ বন্ধের দাবী জানান।

সমাবেশে ৫ সংগঠনের  নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রামে অস্তিত্ব রক্ষার আন্দোলন, নিপীড়িন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রামের পাশাপাশি বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে পেশাজীবী-ব্যবসায়ী-কৃষক-শ্রমিকসহ সকল শ্রেনিপেশার জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ থেকে পাহাড়ে ক্ষুদ্র ঋনের নামে অমানবিক শোষণ বন্ধ, উপযুক্ত কর্ম পরিবেশ ও মিল ফ্যাক্টরিতে নারীর নিরাপত্তা, নারী জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত করা, বিচার সালিশে নারীদের অংশগ্রহণসহ বিভিন্ন দাবিনামা পেশ করা হয়।

খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের শ্রম দিবস পালন

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা। বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা, জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, পানছড়ির উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বিজয়কেতন চাকমা, চেংগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বিশিষ্ট সমাজসেবী সুমিত্রা চাকমা, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউপির নারী কার্বারী মুক্তসোনা চাকমা, দিঘীনালা বাবুছড়া ইউনিয়নের মেম্বার প্রতিভা চাকমা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মেম্বার কুসুমতারা চাকমা, মহালছড়ি ৭ নং ওয়ার্ড মেম্বার তান্টুমনি চাকমা, দুরপুজ্জে নালা গ্রামের কার্বারী কুনেন্টু খীসা, লক্ষীছড়ি হেডম্যান চাইথোয়াই মারমা প্রমুখ।

বক্তারা, পাহাড়ে সকল প্রকার সাম্প্রদায়িক হয়রানী বৈষম্য, নিপীড়ন নির্যাতন, ভুমি বেদখল, খুন ধর্ষণ বন্ধ, ইউনিয়ন পরিষদে প্রদত্ত উন্নয়ন বরাদ্দের এক তৃতীয়াংশ নারী জনপ্রতিনিধিদের মাধ্যমে সত্যিকারভাবে বাস্তবায়ন, পুরুষ কার্বারীর পাশাপাশি নারী কার্বারীদের যথাযথ মর্যাদা, পুরুষের পাশাপাশি নারীদের অধিকার প্রদানসহ রমেল ও ইতি চাকমার হত্যাকারিদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

সমাবেশে, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পুরুষ ও মহিলা কার্বারী, হেডম্যান, নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন