বায়েজিদে অস্ত্র-কার্তুজসহ তিন ডাকাত আটক

চট্টগ্রাম : দেশীয় দুইটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।

সোমবার (১ মে) সন্ধ্যায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুটি এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ শহীদ নগর এলাকার আবদুল করিমের ছেলে মো. ফোরকান (৩৪), পূর্ব শহীদ নগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে হারুন (৩২) এবং মধ্যম শহীদ নগর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে রাজীব (২৩)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানিয়েছেন, বায়েজিদের শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি চেষ্টা ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসমি ফোরকানকে আটক করা হয়।
এরপর তার দেয়া তথ্যমতে নগরীর আতুরার ডিপো মৃদ্ধাপাড়া এশিয়াটিক কলোনীতে অভিযান চালিয়ে রাজীব ও হারুনকে গ্রেফতার করা হয়। পৃথক দুটি অভিযানে আটক তিন জনের কাছ থেকে দুটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের আরও কয়েকজন সহযোগির নাম ও অস্ত্রেও তথ্য পেয়েছে পুলিশ। তারা বায়েজিদ ও হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডের সঙ্গে জগিত। আটক ফোরকান একটি চক্রের দলনেতা এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসমি।

শেয়ার করুন