নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

বান্দরবান : নাইক্ষ্যংছড়িতে আবারও অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে ১১ বিজিবি।

বুধবার (৩১ মার্চ) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে আমান উল্লাহকে আটক করা হয়।

বিজিবি জানায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনস্থ ফুলতলী বিওপি’র দক্ষিণ পাশ থেকে ইয়াবাসহ আমান উল্লাহকে আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত উলা মিয়ার পুত্র আমান উল্লাহ (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলীর পাশ্বর্বতী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে বেলাল উদ্দীন, মহলজ্জামানের ছেলে নুরুল আলম, এমদাত মিয়ার ছেলে নুরুল আমিন প্রকাশ বান্ডাইয়া, ডাক্টার কাটা গ্রামের আলী মদনের ছেলে শাহ আলমসহ ১০ সদস্যের একটি শক্তিশালী সেন্ডিকেট এ মরণ নেশা ইয়াবা মিয়ানমার সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন স্থান দিয়ে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে।

বুধবার সন্ধ্যায় সত্যতা নিশ্চিত করে ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র ধারাবাহিক অভিযান অব্যাহত আছে এবং থাকবে। বাকি সদস্যরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তবে বিজিবি’র এ অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানান।

আটক আমান উল্লাহকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।