বিবিসি’র সাংবাদিক মোয়াজ্জেমের পিতার জীবনাবসান

জাহিদুল হক

চট্টগ্রাম : ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা, স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সক্রিয় সংগঠক এবং চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদুল হক মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি ইন্তেকাল করেন।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর গত দুই সপ্তাহ ধরে তিনি চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একই সঙ্গে হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তাঁকে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার দৌলতপুরের কাজী বাড়ীর পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।

জাহিদুল হক ছিলেন আজীবন চট্টগ্রামে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল রাজনীতির একজন সামনের কাতারের সৈনিক। ষাটের দশকে চট্টগ্রামে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালে আওয়ামী লীগ নেতা প্রয়াত জহুর আহমেদ চৌধুরী (স্বাধীন বাংলাদেশের প্রথম শ্রমমন্ত্রী) এবং তিনি মিলে গড়ে তোলেন চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন। জহুর আহমেদ চৌধুরি ইউনিয়নের সভাপতি এবং জাহিদুল হক এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন । তিনি ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরি এবং মৌলভি সৈয়দের ঘনিষ্ঠ সহযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তার অভিযোগে পাকিস্তানী সেনাবাহিনী তাকে চট্টগ্রামের মনসুরাবাদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দফতর থেকে ধরে সেনানিবাসে নিয়ে আটকে রাখে। পরে একমানবিকবোধসম্পন্নপাঞ্জাবী সহকর্মীর সহায়তায় তিনি মুক্তি পান। সত্তর এবং আশির দশক জুড়ে তিনি পর পর বহু মেয়াদে চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সভাপতি ছিলেন। এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মীদের অধিকার এবং স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকান্ডের পর সামরিক শাসনামলে চট্টগ্রামের বিরুদ্ধে যে প্রতিরোধ শুরু হয়, তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯৭৭ সালে “চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায়” তাঁকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ হাজির করতে ব্যর্থ হলে এই মামলা থেকে তিনি অব্যহতি পান। একই অভিযোগে আটক হওয়া মৌলভী সৈয়দ নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর নির্যাতনে নিহত হন। সক্রিয় কর্মজীবন থেকে অবসর নেয়ার পর থেকে তিনি একেবারেই নিভৃত জীবনযাপন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন অমায়িক, সজ্জন এবং পরোপকারী
ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র কন্যা মর্জিনা আক্তার একজন গৃহিনী, বড় ছেলে আমজাদ হোসেন একজন সাবেক ব্যাংকার এবং ব্যবসায়ী, মেজ ছেলে মোয়াজ্জেম হোসেন বিবিসি বাংলার সাংবাদিক এবং ছোট ছেলে কামাল হোসেন মিঠু চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির কর্মকর্তা।

শেয়ার করুন