দূর্ঘটনা থামছে না মহাসড়কে

হাকিম মোল্লা (সীতাকুণ্ড) : ঝড়ের গতিতে ছুটে চলা কনটেইনারবাহী লরির কারনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মুত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম মহানগরীর প্রধান প্রবেশদ্বার সিটি গেইট হতে বারৈয়ারহাট পর্যন্ত সড়কের পাশে অবস্থিত শিল্প কারখানার এসব বিশালাকৃতির গাড়ি চলে দৈত্যের মতো। পুরো বডি লোহা দিয়ে তৈরি হওয়ায় ছোট গাড়ি গুলোকে চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় যুবক আবুল খায়ের বলেন, এসব স্ক্র্যাব মালবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হলে সাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। দৈত্যাকার এই গাড়ি সরিয়ে নিতেও অনেক সময় হিমশিম খেতে হয়।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড এলাকায় বিশাল একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নামার বাজারে ঢুকে পড়ে। এসময় ৫টি দোকান গুঁড়িয়ে যায়। রাতে কোন দোকানদার না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো: নজরুল ইসলাম এ বিষয়ে বলেন কন্টেইনারবাহী এসব গাড়ির গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটারের বেশি হলেই ক্ষতি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশি গতিতে গাড়ি চালানোর কারনে দুর্ঘটনা বেশি হয়ে থাকে। হঠাৎ পথচারি পড়ে গেলে তখন আর নিয়ন্ত্রনে থাকে না। আরেকটি বিষয় গাড়ি চলাচলের সময় ঘন ঘন লেন পরিবর্তন করা। কন্টেইনারবাহী লরি ক্ষেত্রে বিষয়গুলো গুরোত্বের সঙ্গে মেনে চলা উচিৎ।

পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং, অসচেতন হয়ে সড়ক পারাপার ও চালকদের পরিমিত বিশ্রামের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রতি আহবান জানান।