‘ফালতু’ রিট করায় আবেদনকারীকে জরিমানা

ইনসেটে সৈয়দ ওয়াসিম রিজভী

পবিত্র কোরআন শরিফ থেকে ২৬টি আয়াত অপসারণ চেয়ে সম্প্রতি আদালতে একটি রিট দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। তার ওই রিট ‘পুরোপুরি ফালতু’ মন্তব্য করে আবেদনটি খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। একইসঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসাবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলেও আখ্যায়িত করেন বিচারক।

আরো পড়ুন : করোনা : এক দিনে রিপোর্ট ও দক্ষিণ চট্টগ্রামে পরীক্ষাগার চান এমপি মোসলেম
আরো পড়ুন : হেফাজতের পদ ছাড়লেন নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ

অবশ্য আদালত জরিমানা করার আগে থেকেই ব্যাপক সমালোচনার মুখে ছিলেন এই রিট আবেদনকারী। ওয়াসিম রিজভির ওই আবেদনের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল’ বোর্ড এবং অন্য মুসলিম সংগঠনগুলো। পাশাপাশি, তাকে গেফতারের দাবি জানিয়েছেন ভারতের শীর্ষ শিয়া এবং সুন্নি নেতারা।