সীতাকুণ্ড অতিক্রম করছে কড়া লকডাউন

সীতাকুণ্ডে কড়াকড়ি লকডাউন

চট্টগ্রাম : সারাদেশের মত চট্টগ্রামের সীতাকুণ্ড অতিক্রম করছে কড়া লকডাউন। সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সীতাকুণ্ডে প্রশাসনের কড়াকড়ি কার্যক্রম দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া খুব বেশি কাউকে বাইরে দেখা যাচ্ছে না। সকাল থেকে পৌরসভা ও ইউনিয়নগুলোতে লোকচলাচল অন্যদিনের তুলনায় একেবারেই কম।

আরো পড়ুন : স্থাপন করা হলো সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল
আরো পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার কক্সবাজারে

পৌরসভার প্রাণকেন্দ্রগুলিতে দোকানপাট বন্ধ রয়েছে। তবে আশেপাশের কিছু ওষুধের দোকান খোলা থাকতে দেখা গেছে। এ দিকে স্বাস্থ্যবিধি ভঙ্গ করা হচ্ছে কিনা এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে ফোনে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম।